Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 

অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২ (পি.আর.ডি.পি-২)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বি.আর.ডি.বি)

১২ নং হালসা, নাটোর সদর, নাটোর।

ক্রমিক

উপস্থিত সদস্যগণের নাম

উপাধি

স্বাক্ষর

 

০১

মোঃ ওহাব প্রাং

সভাপতিও চেয়ারম্যান

স্বাক্ষরিত

 

০২

মোছাঃ মোমেনা বেগম

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৩

মোছাঃ কহিনুর বেগম

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৪

মোছাঃ আঞ্জুয়ারা বেগম

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৫

মোঃ হাবিবুর রহমান

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৬

মোঃ ওহাব আলী

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৭

মোঃ শফিকুল ইসলাম

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৮

মোঃ খোরশেদ আলম

UP সদস্য

স্বাক্ষরিত

 

০৯

মোঃ আয়নাল হক

UP সদস্য

স্বাক্ষরিত

 

১০

মোঃ লোকমান হোসেন

UP সদস্য

স্বাক্ষরিত

 

১১

মোঃ আবুল কালাম খান

UP সদস্য

স্বাক্ষরিত

 

১২

মোঃ মাহাবুর আলম

UP সদস্য

স্বাক্ষরিত

 

১৩

মোঃ আঃ রহিম

UP সদস্য

স্বাক্ষরিত

 

১৪

মোঃ বদিউজ্জামান

SAAO

স্বাক্ষরিত

 

১৫

 দীলিপ কুমার

SAAO

স্বাক্ষরিত

 

১৬

মোঃ মোস্তাফিজুর

প্রণী সম্পদ

স্বাক্ষরিত

 

১৭

মোঃ আঃ সালাম

মেকানিক জনস্বাস্থ্য

স্বাক্ষরিত

 

১৮

মোঃ আবু তালেব

পঃ পঃ সদস্য ও পরিঃ পরিঃ

স্বাক্ষরিত

 

১৯

মোঃ শামীম মোল্লা

CHEP

 

 

২০

মোঃ আজাহার হোসেন

মৎস প্রতি:

 

 

২১

সমর কুমার কুন্ড

সহকারী স্বাস্থ্য পরিদর্শক

 

 

২২

নাজমা কেগম

পরিবার কল্যাণ সহকারী

 

 

২৩

মিজানুর রহমান

ম্যারেজ রেজিষ্টার

স্বাক্ষরিত

 

২৪

মোঃ শামছুল হক সরকার

আনছার ভিডিপি

স্বাক্ষরিত

 

২৫

মোঃ আলাউদ্দিন

C.I (uccal)

স্বাক্ষরিত

 

২৬

মোছাঃ জুলেখা বেগম

F.O(brdb)

স্বাক্ষরিত

 

২৭

মোছাঃ জোসনা বেগম

G.C.(সম্পাদক)

স্বাক্ষরিত

 

২৮

মোঃ আঃ জববার  প্রাং

G.C.(সভাপতি)

স্বাক্ষরিত

 

২৯

মোঃ মহি উদ্দিন

G.C.(সভাপতি)

স্বাক্ষরিত

 

৩০

মোঃ সুজা উদ্দিন (সুজন)

G.C.(সভাপতি)

স্বাক্ষরিত

 

৩১

মোঃ জাবেদ আলী

G.C.(সভাপতি)

স্বাক্ষরিত

 

৩২

মোঃ নূরুল ইসলাম (লাম)

G.C.(সভাপতি)

 

 

৩৩

মোঃ আঃ জববার আলী

G.C.(সভাপতি)

 স্বাক্ষরিত

 

৩৪

মোঃ আঃ রহমান প্রাং

G.C.(সভাপতি)

 

 

৩৫

মোঃ ফজর আলী আকন্দ

G.C.(সম্পাদক)

স্বাক্ষরিত

 

৩৬

মোঃ রকিবুল ইসলাম

G.C (সদস্য)

স্বাক্ষরিত

 

৩৭

মোঃ মুনছুর রহমান

G.C.(সম্পাদক)

 

 

৩৮

মোঃ রুহুল আমিন

G.C.(সম্পাদক)

 

 

৩৯

মোঃ ইয়াকুব আলী

G.C.(সম্পাদক)

 

 

৪৬

মোঃ জান্নুর রহমান

G.C.(সভাপতি)

স্বাক্ষরিত

 

৪৭

মোছাঃ পারভিন আরা

সমাজ সেবি

স্বাক্ষরিত

 

৪৮

মোছাঃ ছুফিয়া বেগম

নারী পতিনিধি

স্বাক্ষরিত

 

৪৯

মোঃ রবিউল ইসলাম

UDO

স্বাক্ষরিত

 

৫০

কার্তিক চন্দ্রদাস

স্বাস্থ্য পরিদর্শক

স্বাক্ষরিত

 

৫১

আক্কেল

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি প্র: বি:

 

 

৫২

সুলতান আহমেদ

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি উচ্চ্র: বি:

স্বাক্ষরিত

 

৫৩

ফিরোজ আলোম

ধর্মিও ইমাম

স্বাক্ষরিত

 

৫৪

আবু তাহের

ব্যবসাহি প্রতিনিধি

 

 

৫৫

মোঃ জিয়াউল হক

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

 

 

৫৬

রুহুল আমিন

উপ-সহকারী প্রকৈাশলী

 

 

৫৭

অনুশ্রী

এনজিও প্রতিনিধি

 

 

৬০

মোঃ আঃ রাজ্জাক

সচিব

স্বাক্ষরিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২ (পি.আর.ডি.পি-২)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বি.আর.ডি.বি)

১২ নং হালসা, নাটোর সদর, নাটোর।

 

                                    ৩৩ নং ইউডিসিসি এম এর কর্যবিবরণী

তারিখঃ- ১৬-০২-২০১৪ ইং

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ ওহাব প্রাং চেয়ারম্যান ১২ নং হালসা, ইউ পি ও সভাপতি ইউনিয়ন উন্নয়ন সমম্বয় কমিটি পি আর ডি পি-২, হালসা নাটোর সদর, নাটোর । সভাপতি সাহেবের অনুমতি ও শুভেচ্ছা বক্তব্যের  মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ করা হইল।

১/ বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ অদ্য সভায় বিগত সভার রেজুলেশন পাঠ অন্তে সর্ব সম্মতি ক্রমে তা অনুমোদন লাভ করে।

 

ক্রঃ নঃ

সভার আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন

সভায় স্কীম সংক্তান্ত আলোচনায় পূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বাগরোম জিসি স্কীম ও নবীনকৃষ্ণপুর জিসি স্বীম দুটি বাস্তবায়নের উপর আলোচনা ছাড়াও ২০১৩-২০১৪ ইং অর্থ বছরের সংশোধিত বাজেটের উপর ব্যাপক আলোচনা করা হয়। ইউডি ও সাহেব বলেন সংশোধনী বাজেটে ০৪ টি নতুন স্কীম বরাদ্ধ দেয়া হয়েছে যার মধ্য সমন্বয়ের মধ্যেমে চাহিদা গুরুত্ব বিবেচনা পূর্বক নতুন জি সি স্কীমের সিদ্ধান্তনেয়া যেতে পারে।

বাগরোম ও নবীনকৃষ্ণপুর স্কীম দুটি বাস্তবায়ন ছাড়াও অন্যান্য জিসির চাহিদার গুরুত্ব বিবেচনা করে নতুন স্কীম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। 

 জিসি ও ইউ ডি সি সি কতৃপক্ষ।

এলজিএসপি সংক্রান্ত আলোচনায় সভাপতি সাহেব উক্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে বছরে ০২ টি ওয়ার্ড সভা নিশ্চিত করে স্ধারন জনগনের অংশ গ্রহন নিশ্চিত করনের বিষয় ব্যাপক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তার এ সকল মন্তব্যের সাথে একান্ততা ঘোষনা করে ইউডিও সাহেব বলেন, পি আর ডিপি-২ যেমন বিভিন্ন উন্নয়ন মূখী কার্যক্রমে জনগনের সম্পৃক্ততা নিশ্চিত করে উন্নয়নে স্বচ্ছতা ও জবাব দিহীতা বজায় রাখতে কাজ করছে ঠিক তেমনি সরকারের এলজিএসপি প্রকল্প  সমমনা দৃষ্টি ভঙ্গি নিয়ে তৃনমূল পর্যায়ে দুটি প্রকল্প এক যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করে। তাই ইউডিসিসি এম এর মাধ্যমে সকল উন্নয়ন মুখী প্রকল্প বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। অবশেষে সকলে সংশ্লিষ্ট বিষয়ে একমত ঘোষনা করে।

 

সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রকল্প নিয়ে একযোগে কাজ করার জন্য নিয়মিত ওয়ার্ড সভা, জিসিএম, ও ওপেন বাজেট ও উম্মূক্ত নোটিশ ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 চেয়ারম্যান, ইউপি সদস্য জিসি সদস্য, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের মান্যগন্য ব্যক্তি বর্গ।

৪.

 

 

 

 

 

 

(এফ, পি, টি টি )সংক্রান্ত আলোচনায় পূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক চাহিদা ভিত্তিক ট্রেনিং ছাড়াও সেলাই প্রশিক্ষনের উপর ১০ সদস্য বিশিষ্ট ০৩ মাস ভিত্তিক যে প্রশিক্ষনের সিদ্ধান্ত গৃহীত হয় সদর দপ্তর কতৃক তার অনুমোদন না করায় সেলাই প্রশিক্ষনের সিদ্ধান্ত পূর্নালোচনা করার উপর গুরুত্ব দেয়া হয়।

 

 সেলাই প্রশিক্ষনের উপর বাজেট বরাদ্দ না পাওয়ার কারনে সংশ্লিষ্ট প্রশিক্ষন রহিত এবং অন্যান্য প্রশিক্ষন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

জিসি কতৃপক্ষ ও ইউডিও।

 

৫.

 

 

বসত বাড়ির ট্যাক্র পরিশোধ সংক্রান্ত আলোচনায় ইউ, পি সদস্য আঃ ওহাব, লোকমান হোসেন, ও মাহাবুব আলম গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন, তাছাড়া পি আর ডি পি-২ এর নিতিমালা অনুসারে ১০০% ট্যাক্র পরিশোধের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 

২০১৩-২০১৪ ইং অর্থ বছরে হালসা ইউপিতে ১০০% ট্যাক্র পরিশোধের সিদ্ধান্ত সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়।

 

জি সি কতৃপক্ষ ইউপি সদস্য , সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

 

 অদ্যকার সভায়, পি আর ডি পি-২ এর মাধ্যমে সরকারী সেবাগুলো জনগনের দার প্রান্তে পৌছে দেয়ার জন্য বিভিন্ন জিসি কতৃপক্ষ ও এনবিডিস কতৃপক্ষ ফলপ্রসু আলোচনা রাখেন। সেই সাথে বর্তমানে বিভিন্ন সমস্যা ও বিগত মাসের কার্যক্রম নিয়ে গুরুত্ব পূর্ন তথ্য উন্নয়ন সভায় উপস্থাপন করেন। নিম্নে তা উল্লেখ করা হলো।

 

১। কৃষি সংক্রান্তঃ- উপসহকারী কৃষি কর্মকর্তা দীলিপ কুমার সরকার প্রধান ও অপ্রধান শস্যে যেমন, পেয়াজ, রসুন ডাল, মশুর ডাল, গম ও আমের মকুলে সেচ ও কীটনাশক ব্যবহার গমের ইদুর আক্রমন থেকে বাচার জন্য বিষটোপ ব্যবহার্ওবং অন্যান্য  সম সাময়িক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।

 

২।  জনস্বাস্থ্য সংক্রান্তঃ অদ্য সভায় মেকানিক মোঃ আঃ সালাম কে অত্র ইউ পি তে তার কার্যক্রমের জন্য কিছু গাফলতির প্রশ্ন তোলায় তিনি উত্তরে বলেন, আমি একই সাথে ০৩ টি ইউনিয়নে দায়িত্ব পালন করি। তাই কিছুটা সমস্যা ইতোমধ্য লক্ষ্য করা গেছে তবে সংশ্লিষ্ট বিষয়ে আর কোন সমস্যা  হবে না বলে আশা করা যায়।

০৩ নং ও ০৪ নং ওয়ার্ড সদস্য তাদের সংশ্লিষ্ট এলাকায় কিছু সরকারী নলকুপ তারা পাম্প অকেজো হয়ে গেছে বলে উল্লেখ করেন সেই সাথে উক্ত নলকূপ মেরামতের জন্য ঐ এলাকাতে মেকানিক কে কমনা করেন।

 

৩। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্তঃ- অদ্য সভায় প্রধান পরিদর্শক জনাব মোঃ আবু তালেব বিগত মাসের কার্য ক্রম ও গুরুত্ব তথ্য উল্লেখ করেন। নিম্নে তা উলে।লক করা হলো।

 

বন্ধাকরন-  ৮৫২ জন।

আই, ইউ, ডি আর- ২১৭ জন।

কাঠি পরানো- ৪১৫ জন।

ইনজেকশন- ৫৯৮ জন।

খাবার বড়ি- ২৯৪১ জন।

কন্ডমের সংখ্যা- ২৫২ জন।

গর্ভবতীর সংখ্যা- ১১২ জন।

জন্ম গ্রহনের সংখ্যা - ২৫ জন।

মৃতের সংখ্যা- ১১ জন।

 সংশ্লিষ্ট বিষয়ে আরো ব্যাপক আলোচনা শেষে, সভাপতি সাহেব সকল বিভাগের কার্যক্রমে স্রন্তোষ প্রকাশ করেন এবং আরো গুরুত্ব সহকারে সরকারী সেবা জনগনের গৌর দোরায় পৌছে দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সেই সাথে সকলের কার্যক্রমে সর্বদা সহযোগিতা প্রদানের আশ্রাস প্রদান করেন।

 অদ্য সভায় এছাড়ও আইন শৃংখলা আনছার ভিডিপি বাল্য বিাবহ, জন্ম সনদ, নাগরিক সনদ, ভূমী  অধি গ্রহন, কাবিখা, কাবিটা, কর্মসূচী তথ্য ও সেবা কেন্দ্র মনিটরিং প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা গর্ভবতী ভাতা নিয়ে গুরুত্ব পূর্ন আলোচনা করা হয়। এমন কি সভাপতি সাহেব এল জি এস পি-২ সংক্রান্ত বিষয়ে বলেন, ইতোমধ্য প্রকল্পের ১ম কিস্তির অর্থ অত্র ইউপির নিজস্ব তহবিলে জমা হয়েছে। যার সঠিক বাস্তবায়নের জন্য উপজেলার সমন্ধয়ের মাধ্যমে  প্রকল্প ভিত্তিক  কথনের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন।

 

আর বিশেষ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভার সকল কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত করেন।

 

 

১২নং হালসা ইউনিয়ন পরিষদ

নাটোর সদর, নাটোর

 

স্মারক নং-

অনুলিপি সদয় জ্ঞাতার্থে

১. উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নাটোর।

২. উপ-জেলা নির্বাহী অফিসার নাটোর সদর,নাটোর ।

৩.   .........

৪. অফিস কপি