Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২ (পি.আর.ডি.পি-২)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বি.আর.ডি.বি)

০৭ নং হালসা, নাটোর সদর, নাটোর।

 

৪৪ নং উন্নয়ন সমন্বয় কমিটি মিটিং

তারিখঃ- ২৭-০৩-২০১৫ইং

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ ওহাব প্রাং চেয়ারম্যান ০৭ নং হালসা, ইউ পি ও সভাপতি ইউনিয়ন উন্নয়ন সমম্বয় কমিটি পি আর ডি পি-২, হালসা নাটোর সদর, নাটোর । সভাপতি সাহেবের অনুমতি ও শুভেচ্ছা বক্তব্যের  মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ করা হইল।

১/ বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ অদ্য সভায় বিগত সভার রেজুলেশন পাঠ অন্তে সর্ব সম্মতি ক্রমে তা অনুমোদন লাভ করে।

 

ক্রঃ নঃ

সভার আলোচন

সিদ্ধান্ত

বাস্তবায়ন

আইন শৃংখলা সংক্রান্ত আলোচনাঃ  সভায় আইন শৃংখলা সংক্রান্ত আলোচনায় এ সংক্রান্ত স্থায়ী  কমিটির   সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ আঃ ওহাব প্রাং বলেন অত্র ইউনিয়নের সকল ইউ,পি সদস্য ও গ্রাম পুলিশসহ আনছার ভিডিপি অত্যন্ত দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন যার বাস্তবতায় এখানকার  সার্বিক আইন শৃংখলা সাভাবিক। তাছারা নাশকতা ও সন্ত্রাস রোধে ইউনিয়নের গুরুত্ব পূর্ন পয়েন্টে নাশকতা বোধক কমিটি গঠন করা হয়ে এবং প্রতিনিয়ত তথ্য প্রদান ও গ্রহনের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হয়। এ বিষয়ে বিভিন্ন ইউ,পি সদ্যস,জিসি প্রতিনিধি ও দপ্তর ভিত্তিক কর্মকর্তাগন ইতি বাচক মন্তব্য করেন।

আইন শৃংখলা বিষয়ে বহুবিধ আলোচনা শেষে আমরা নিজেরা আইন মেনে চলবো এবং অন্যদের আইন মানার পরামর্শ দিবো।এ শ্লোগান বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইন বাস্তবায়ন করা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধি ও সাধারন জনগন।

নারী ও শিশু নির্যাতন, পাচার রোধ সংক্রান্ত আলোচনাঃ অদ্যকার সভায় নারী শিশু নির্যাতন ও পাচার রোধ সংক্রান্ত আলোচনায় নারী প্রতিনিধি মোছাঃ সুফিয়া বেগম বলেন বর্তমান গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় ডিজিটাল রাষ্ট্র হওয়া সত্বেও আমাদের দেশের নারী ও শিশুরা বষ্ণিত ও নির্যাতিত ইউ,পি সদস্য কহিনুর বেগম বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালত প্রতিনিধিত্ব সকল ক্ষেত্রে নারীদের লাষ্ণিত ও বষ্ণিত হওয়ার কথা উল্লেখ করেন। এ বিষয়ে সদস্য মোঃ হাবিবুর রহমান বলেন ইসলামে নারীদের অনেক মর্যাদা দেয়া হয়েছে। এ জন্য চাই পারিবারকি ও সামাজিক আন্দোলন।

নারীর নির্যাতন রোধ ও অধিকার প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপক আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয় যে,শুধু নারী নয় আল্লাহর সকল সৃষ্টির মধ্যে প্রধান মানুষ এ নীতি বাস্তবায়ন করা।

পারিবারিক, সমাজ ও রাষ্ট্র।

৪.

 

 

 

 

 

 

এলজিএসপি -২ সংক্রান্ত আলোচনাঃ অদ্য সভায় এলজিএসপি -২ সংক্রান্ত আলোচনায় সচিব সাহেব বলেন , (২০১৪-২০১৫) অর্থ বছরে  এলজিএসপির কোন বরাদ্দ এখনো আসেনি  তবে (২০১৩-১৪) অর্থ বছরের কাজ গত মাসে শেষ হয়েছে। তার বর্ণনা মতে মোট ০৬ টি প্রকল্পের কাজ শেষ হয়েছে তা ছিল নিম্ন রুপ:-

১। বাগরোম বাজার হতে ফুলসর অভিমুখে রাস্তা HBB করন।

২। একই জায়গায় আঃ হামিদের বাড়ি হতে আবুলের বাড়ি অভিমুখে।

৩।ঝিনাপাড়া এছাহাকের বাড়ি হতে সাদেকের বাড়ি অভিমুখে রাস্তা HBBকরন ।

৪। রায়হালসা রহিম মেম্বারের বাড়ি হতে বরদা হরি প্রাথ: বিদ্যালয় পর্যন্ত রাস্তা HBBকরন।

৫। আ ও রাইল  ইয়াছিনের বাড়ি হতে মাদ্রাসা অভিমুখে রাস্তা HBBকরন।

৬। রায়হালসা হযরত মেম্বারের বাড়ি হতে আনছারের বাড়ি অভিমুখে রাস্তা HBBকরন। 

 

এ সংক্রান্ত বহুবিধ আলেচনা শেষে আগামী অর্থ বছরে সচ্ছতার সাথে ঐক্য বদ্ধ ভাবে সকল প্রকল্পের কাজ সর্ম্পন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

আইন শৃংখলা ও ইউ,পি ট্যাক্র্ সংক্রান্ত আলোচনাঃঅদ্যকার সভায় সভাপতি সাহেব ইউপির সামগ্রিক অবস্থান ব্যাখ্যা করে বলেন যে, অত্র ইউ,পির সার্বিক আইন শৃংখলা শান্ত রয়েছে। এখানকার শান্ত প্রিয় মানুষের মাঝে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন সমস্যা নেই। তবে অত্র ইউ,পিতে কিছু আদী বাসী থাকার কারণে কিছুটা চোলাই মদ ও গাজার উৎপাত রয়েছে এ বিষয়টার কবল থেকে জনসাধারনকে রক্ষা করতে হলে সাধারন জনগনকে সজাগ ও সচেতন হতে হবে। তিনি আরো বলেন, আইন শৃংখলা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও ট্যাক্র প্রদান এ সকল বিষয় গুলো জন গনের সচেতনতার উপর নির্ভর করে তাই এ বিষয়ে সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান করেন।

অত্র ইউ,পির সার্বিক আইন শৃংখলা রক্ষা, মাদক ও দ্রব্য নিয়ন্ত্রন ও ট্যাক্র ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সরকারী / বেসরকারী সেবা সংক্রান্ত আলোচনাঃঅদ্যকার সভায় সরকারী/ বেসরকারী সেবা সংক্রান্ত আলোচনায় নিম্নে দপ্তর ভিত্তিক কার্যক্রম আলোচনা করা হয়।

 

কৃষি ভিত্তিক আলোচনাঃ

১। কৃষক পরামর্শ প্রদান অফিসে = ৮০ জন ।

২। কৃষক পরামর্শ প্রদান ফিল্ডে =৪৫০ জন ।

৩। কৃষক পরামর্শ প্রদান ফিল্ডে = ১০০ জন ।

৪। FPTT/ পিআর ডিপি-২ = ৬০২ জন ।

৫। কৃষক প্রশিক্ষণ উপজেলা =৬০ জন।

৬।কৃষি প্রদশর্নী স্থাপন (৫টি) =৮ জন।

৭। কৃষি কার্ড বিতরন = ১৫০০ টি।

৮। মশুর, গম, রসুন কর্তন, সংরক্ষন বিষয়ে পরামর্শ চলমান।

৯। আম, লিচু গাছের পরিচর্যা পরামর্শ চলমান।

১০। মুগ, ভুট্টা উৎপাদন কলাকৌশল পরামর্শ চলমান।

১১। মশুরের বিঘা প্রতি ফলন = ৪০ মন।

১২। গমের বিঘা প্রতি ফলন = ১২ মন।

 

AI কর্মী, প্রানী সম্পদ বিভাগঃ

১। মোট সাধারন চিকিৎসা (গরু) = ৩৫ টি

২। মোট সাধারন চিকিৎসা (ছাগল) = ২৫ টি

৩। মোট প্রজনন সংখ্যা =৫২ টি

৪। মোট প্রসব সংখ্যা = ২০ টি

৫। মোট ভ্যাকসিন সংখ্যা = ৩০০. C C সিলি

৬। পূর্ণপ্রজনন সংখ্যা =৫ টি

 

সমাজ সেবা অধিদপ্তরঃ

১।ঋণ কার্যক্রম আবাসন।

২।R.S.S মাতৃকেন্দ্র ও প্রতিবন্ধি ঋণ।

৩।সর্বমোট ঋণ পরিমান = ১০,৫৫,০০০/=

৪।বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা কার্যক্রম।

৫।প্রতিবন্ধি উপবৃত্তি স্কুল জরিপ।

৬।প্রতিবন্ধি জরিপের ডাটা এন্টির কাজ চলমান।

৭।বিভিন্ন সামাজিক কাজ চলমান।

 

পরিবার পরিকল্পনা বিভাগঃ

১। মোট লোক সংখ্যা = ২৮০৮৯ জন

২। মোট সক্ষম দম্পতি সংখ্যা = ৬৩৪২ জন

৩। মোট গ্রহন কারীর সংখ্যা = ৫৩৪৮ জন

৪। মোট সি, এ, আর = ৮৪.৩২ শতাংশ

৫। মোট বন্ধাকরন = ৯৩২ জন

৬। মোট আই, ইউ, ডি = ২৫৫ জন

৭। মোট ইমপ্লান্ট = ৪৯৬ জন

৮। মোট ইনজেকশন =  ৫৭১ জন

৯।মোট খাবার বড়ি = ২৮১৮ জন

১০। মোট কন্ডম = ২৭৬ জন

১১। মোট গর্ভবতী = ১৩২ জন

১২। মোট জন্ম = ৩১ জন

১৩। মোট মৃত্যু = ৫ জন

 

পি,আর,ডি,পি-২, বিআরডিবিঃ

১।VDCCM সংখ্যা = ০৮ টি

২।(FPTT)     = ১০ ব্যাচ ৩০০জন

৩।সরকারী সেবা নিশ্চিত = ৭০ শতাংশ

৪।জিসিএম      = ৭৫ শতাংশ

৫।GU/UDCC স্কীম = বরাদ্দ নাই

৬।অন্যান্য কার্যক্রম চলমান।

 

সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা শেষে সভাপতি সাহেব সন্তোষ প্রকাশ করেন এবং আরো দৃঢ়তার সাথে সেবা প্রদানের জন্য আহবান করেন।

 

 

 

বিবিধঃ অদ্য সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মহোদয় সার্বিক কার্যক্রমের উপর গুরুত্বপূর্ন তর্থ্য ও পরামর্শ প্রদান করেন। তিনি ইউনিয়ন পরিষদ কে One stop service day senter হিসাবে Pablic hearing day নির্ধারণ করার পরামর্শ প্রদান করেন।সেখানে সপ্তাহে অন্তত আধা বেলা বুধবার জনসাধারনের জন্য উনমুক্ত হবে। তিনি আরো বলেন ইউ,পি ডাটা বেজ তৈরিসহ ইউনিয়নের সকল বিধবা লিস্ট এবং সকল প্রতিবন্ধি লিস্ট করা হবে। ভিজিডি/ভিজিএফ পাওয়ার যোগ্য ৬৫ বছরের উর্দ্ধে বয়স্কদের তালিকা তৈ তৈরির পরামর্শ দেন। তাছাড়া ইউ,পিতে সেবা দানকারী সকল প্রতিষ্ঠানের নাম, কর্মকর্তার নাম, ও ফোন নং সহ বোর্ড / ব্যানার তৈরি করে তা ইউ,পি ভবনের সাথে স্থাপন করার নির্দেশ প্রদান করেন।শুধু তাই নয় তিনি Not Desent প্রদান করার পরামর্শ দেন এবং মন্তব্য যদি Law Ful হয় তা পরবর্তী সভায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন।চেয়ারম্যান মহোদয় পিআরডিপি-২ এর অংশগ্রহনের ও জবাবদীহী মূলক এ কার্যক্রমে সন্তোস প্রকাশ করেন,সেই সাথে হালসাকে আধুনিক ও জবাবদীহী মূলক ইউ,পি গঠনের আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

 

আর বিশেষ আলোচনা না থাকায় সভাপতির  সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

                                                                                                                                        

                                                                                                                                  

 

                                                                                                                                            

                                                                                                                                            মোঃ আঃ ওহাব প্রামানিক

                                                                                                                                           চেয়ারম্যান

                                                                                                                                ০৭ নং হালসা ইউনিয়ন পরিষদ

                                                                                                                                             নাটোর সদর, নাটোর।